ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগার বোলারদের নিয়ে আশাবাদী হিথ স্ট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
টাইগার বোলারদের নিয়ে আশাবাদী হিথ স্ট্রিক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরকারী ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। বদলে যাওয়া টাইগারদের অসাধারণ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিক।

সোমবার (২২ জুন) টিম হোটেলে জিম্বাবুয়ান সাবেক এ পেস তারকা জানালেন তার এবং দলের আশার কথা।

এক মুস্তাফিজেই পরপর দুই ম্যাচে কুপোকাত বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের টিম ইন্ডিয়া। বাংলাদেশ সফরে এসে দুই ওয়ানডেতে ২০ উইকেট খুঁইয়েছে তারা। আর ২০টি উইকেটের ১১টিই গেছে বাঁহাতি পেস চমক মুস্তাফিজের দখলে।

টাইগারদের এ বোলিং বিস্ময়কে নিয়ে হিথ স্ট্রিক বলেন, আমি মুস্তাফিজকে প্রথম দেখি গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে। সে অসাধারণ একজন বোলার। ভবিষ্যতে সে আরও ভালো করবে।

মুস্তাফিজ ছাড়াও দলের বাকি বোলারদের প্রশংসা করেন টাইগার বোলিং কোচ। তিনি যোগ করেন, বাংলাদেশের পুরো বোলিং ডিপার্টমেন্টের আক্রমণ দারুণ। বেশ ভালো ভালো বোলার রয়েছে তাদের। আলাদা করে বলতে হয় মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু আর হাইপারফরমেন্স স্কোয়াডে থাকা শুভাশিষ রায়ের কথা। তারা তিনজনই অসাধারণ বোলার। সঠিকভাবে তাদের নার্সিং করা হচ্ছে।

১৯৯৯ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের কাছে ভারত হেরেছিল। সে ম্যাচে জিম্বাবুয়ানদের হয়ে খেলেছিলেন হিথ স্ট্রিক। সে ম্যাচটি নাকি ভারতের বিপক্ষে টাইগারদের সদ্য সিরিজ জয়, কোনটি তার কাছে তৃপ্তিকর এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের বোলিং কোচ স্ট্রিক বলেন, ভারতের বিপক্ষে বিশ্বকাপের সে ম্যাচটি ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারে ক্রিকেটার হিসেবে সাফল্য আর টাইগারদের সদ্য সিরিজ জয় আমার কোচিং লেভেলের সাফল্য। দু’টি ভিন্ন ভাবে আমাকে তৃপ্তি এনে দিচ্ছে।

নির্বাচকদের সিদ্ধান্তে বাংলাদেশ দল প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দুটি ওয়ানডেতিই স্ট্রিক শিষ্যদের বোলিং তোপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায়। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও চার পেসার খেলানো হবে কি না এমন প্রশ্নের উত্তর দেন নি হিথ স্ট্রিক। তিনি জানান, এটা নির্বাচকদের ব্যাপার। তবে, তৃতীয় ওয়ানডেতেও আমরা জয়ের ধারা বজায় রাখতে চাই। আমিও আশাবাদী শেষ ওয়ানডেতে আমরাই জিতব।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।