ঢাকা: সফরকারী ভারতের বিপক্ষে খেলার এক পর্যায়ে টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনির ধাক্কায় মাঠ ছাড়তে হয়েছিল টাইগারদের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানকে। ১৯ বছরের এই তরুণ পেসারই ধোনিসহ টিম ইন্ডিয়ার বিশাল বহরকে এমন ধাক্কা দিয়েছেন যে, ম্যাচ শেষে তারা না খেয়েই হোটেলে ফিরেছিলেন।
টাইগারদের বোলিং বিস্ময় মুস্তাফিজ তার অভিষেক ম্যাচে বেশ কিছু অর্জনের কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেছেন।
টাইগারদের এ বোলিং চমক সুযোগ পেয়েছিলেন অভিষেকে ৬ উইকেট তুলে নেওয়ার। নিজের বলে নিজেই মোহিত শর্মার ক্যাচটি লুফে নিতে পারেন নি তিনি। ফলে, অভিষেকে ৬ উইকেট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের ফিদেল অ্যাওয়ার্ডস একমাত্র বোলার হিসেবে থেকে যান শীর্ষে।
গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে তাসকিন আহমেদ চমক জাগিয়েছিলেন। ৫ উইকেট নেওয়ার দিন তাসকিনের বয়স ছিল ১৯ বছর ৭৫ দিন। আর চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৯ বছর ২৮৫ দিন বয়সে ওয়ানডেতে অভিষেক ঘটে মুস্তাফিজের। ফলে, বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়া দ্বিতীয় কনিষ্ঠতম বোলার মুস্তাফিজ। অবশ্য ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়া বাংলাদেশি বোলার আফতাব আহমেদ। ২০০৪ সালে ১৮ বছর ৩৬১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন আফতাব।
অভিষেকেই বাজিমাত করা মুস্তাফিজ ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তৈরি করেছেন নতুন ইতিহাস। অভিষেকে ৫ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সেরা দশে রয়েছে সাতক্ষীরার তরুণ এ পেসারের নাম। এলিট লিস্ট অনুযায়ী শীর্ষ আটে থাকছে মুস্তাফিজের নামটি।
৯.২ ওভার বল করে এক মেডেন নিয়ে ৫০ রান খরচ করেছেন মুস্তাফিজ। ভারতের বিশ্বখ্যাত শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি।
রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে নিজের জাত চিনিয়েছেন সুইংয়ে দারুণ পারদর্শী মুস্তাফিজ।
নিজের প্রথম ওয়ানডে উইকেট নিতে রোহিত শর্মাকে মাশরাফির ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। পরের ওভারে আবার আঘাত হেনে দারুণ এক স্লোয়ার ডেলিভারিতে ফেরান অজিঙ্কা রাহানেকে।
পাওয়ার প্লে’তে টাইগার দলপতি ফের বল তুলে দেন মুস্তাফিজের হাতে। বোলিংয়ে এসে পরপর দুই বলে সুরেশ রায়না আর রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরের পথ দেখান তিনি। তার বলে বোল্ড হন রায়না আর উইকেটের পেছনে ক্যাচ দেন অশ্বিন। হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হলেও এরপর জাদেজাকে ফিরিয়ে দিয়ে অভিষেক ম্যাচেই ৫ উইকেট পাওয়ার আনন্দে ভাসেন মুস্তাফিজ।
অভিষেকে ৫ উইকেট নেওয়া বাকি বোলাররা হলেন অস্ট্রেলিয়ার টনি ডোডেমেইদ, শ্রীলঙ্কার সাউল কারনাইন, কানাডার অস্টিন করডিংটন, বাংলাদেশের তাসকিন আহমেদ, দ. আফ্রিকার অ্যালান ডোনাল্ড, জিম্বাবুয়ের ব্রায়ান ভিত্তোরি, শ্রীলঙ্কার চারিথা ফার্নান্দো। এ তালিকায় বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তালিকায় আসেনি আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ংয়ের নাম।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এমআর