ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডের আগে টাইগারদের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৫
দ্বিতীয় ওয়ানডের আগে টাইগারদের অনুশীলন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা অবধি ব্যাট-বলের অনুশীলন করেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।



সকালে ওয়ার্মআপের পর মিরপুরের ইনডোরে চলে যান ক্রিকেটাররা। নেটে ব্যাটিং করেন তামিম-সৌম্য-লিটন-মুশফিক-নাসিররা। প্রথম ওয়ানডে জয়ের পর আজ  টাইগার বোলারদের নেটে বেশ উজ্জীবিত দেখা গেছে। বোলিংয়ে ঘাম ঝরান দলের চার পেসার মাশরাফি-তাসকিন-রুবেল-মুস্তাফিজ।

নেটে বোলিং করার পাশাপাশি স্টেডিয়ামের মধ্য মাঠে বোলিং অনুশীলন করেন অভিষিক্ত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান।

অনুশীলনের ফাঁকে দলের হোড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে পরের ম্যাচ নিয়ে আলোচনা সেরে নেন বাংলাদেশ দলের নির্বাচকরা।

শেষ ভাগে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অধীনে ফিল্ডিং অনুশীলন সেরে নেয় টাইগাররা।

২১ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।