ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট মাঠে ব্যাটসম্যান-বোলারদের বিবাদ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
ক্রিকেট মাঠে ব্যাটসম্যান-বোলারদের বিবাদ (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: রান নিতে গিয়ে টাইগার বোলার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মেরে ব্যাপক সমালোনার শিকার হয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ দোষ প্রমানিত হওয়ায় ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে  নিয়েছে রেফারি।

তবে মুস্তাফিজ নিজের ভুল স্বীকার করায় তারও ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তন করা হয়।

ক্রিকেট মাঠে অবশ্য ধোনি-মুস্তাফিজরা প্রথম নন যারা বিবাদে জড়িয়েছেন। ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও এর শুরু থেকে মাঠে বহুবার ব্যাটসম্যান ও বোলারদের মাঝে ঝগড়া-বিবাদের ঘটনা দেখা গিয়েছে।

নিচে পাঠকদের জন্য ধোনি-মুস্তাফিজের ঘটনা সহ আরো চারটি ভিডিও দেওয়া হলো যেখানে ব্যাটসম্যান ও বোলারদের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল।

১/ ধোনি ও মুস্তাফিজ:



২/ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচে কিউই ব্যাটসম্যান স্কট স্টাইরিশ ও অজি বোলার মিচেল জনসন:



৩/ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ‘এ’ এর ম্যাচে বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেন ও গ্রেট বোলার গ্লেন ম্যাকগ্রা:



৪/ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে পাক বোলার শহীদ আফ্রিদি ও ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভির:



৫/ অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচে পাক ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ ও অজি বোলার ডেনিস লিলি:



বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।