ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে কিছু্ই জানেন না ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা! শনিবার (২০ জুন) বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন তিনি। জানা তো দূরে থাক, উল্টো মেজাজ হারিয়ে বাংলাদেশি সাংবাদিককে প্রশ্ন করে বসেন, কোন ‘নো বল’?
বাংলাদেশের ওই সাংবাদিকের রোহিতের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপের ওই ‘নো বল’ বিতর্কের কারণে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে বেশি উজ্জীবিত করেছে কি না? প্রথমে রোহিত বলেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না।
প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে ঠিক একইভাবে বিশ্বকাপের ম্যাচের বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপেরর বিতর্কিত ওই ম্যাচের প্রভাব এবারের সিরিজে পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে ধোনিও পাল্টা প্রশ্নই করে বসেন, কোন ম্যাচের কথা বলছেন?
ধোনিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছি এটা মনে আছে। সেটা তো ৩-৪ মাস আগের কথা। দুই-একদিনের মধ্যে কিছু ঘটলে হয়তো কিছু বলা যেত!’
ধোনি সে দিন ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করলেও রোহিত সেটা পারেন নি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা রোহিত শর্মার কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজের বল মোকাবেলা করতে কোনো পরিকল্পনা সাজিয়েছে কি না ভারত। ভারতীয় তিন সাংবাদিকের কাছ থেকে এমন প্রশ্ন আসার পরও মুস্তাফিজকে নিয়ে প্রশংসার ধারে কাছেও যাননি রোহিত।
তিনটি প্রশ্নের উত্তরেই রোহিত বলে গেছেন, মুস্তাফিজ মিরপুরের কন্ডিশনকে কাজে লাগিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উইকেট স্লো হয়ে আসছিল। কন্ডিশনের ব্যবহার করেছে সে।
বিশ্বকাপে রোহিত শর্মা উইকেটে থাকাকালীন সময়েই ঘটে যায় ক্রিকেটের কলঙ্কজনক অধ্যায়টি। রোহিত শর্মা বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বলে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড ‘নো বল’ ডেকে বসেন। কিন্তু টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, বলটা কোমরের নিচেই থাকতো। সে সময় বল ছিল নিম্নমুখী। ধারাভাষ্যকার শেন ওয়ার্ন তো বলেই ফেলেন, ‘এটা নো বল ছিল না। খুবই বাজে সিদ্ধান্ত। ’
ক্রিকেট বিশ্বের অনেক সাবেক তারকাও আম্পায়ারের এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইট করছেন। আর এবারে ‘নো বল’ বিতর্কের কিছুই না জানা রোহিত শর্মার হটকারী মন্তব্যে অনেক প্রশ্নই ঘুরেফিরে আসছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এসকে/এমআর