ঢাকা: প্রথম ওয়ানডে ও দ্বিতীয় ওয়ানডের আগের দিনে মিরপুরে বিপরীত চিত্র। টাইগারদের একটি জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের চলন-বলন।
সে দিন সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এক সাংবাদিক ধোনিকে প্রশ্নও করেছিলেন। তবে মিরপুরের উইকেট নিয়ে ধোনির মতামত পাওয়া যায়নি। কারণ ধোনি তখনও উইকেটে চোখ রাখেন নি।
শনিবার (২০ জুন) দ্বিতীয় ওয়ানডের আগের দিনটিতে দেখা গেল ভিন্ন চিত্র। দুপুরে ভারতীয় টিম অনুশীলনের জন্য মাঠে ঢুকেই একে একে ছুটে গেলেন উইকেটের কাছে। গেলেন ধোনিও। কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে আলাপও সারলেন। সংবাদ সম্মেলনে আসার আগে উইকেটে চোখ বুলাতে বুলাতে আসলেন রোহিত শর্মা।
রোহিতের মতে প্রথম ওয়ানডের উইকেটের সঙ্গে মিল রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেট। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও চাওয়া উইকেটে আগের মতোই হোক।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামের ছয় নম্বর উইকেটকে প্রস্তুত করা হচ্ছে দ্বিতীয় ওয়ানডের জন্য। প্রথম ওয়ানডে হয়েছিল চার নম্বর উইকেটে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘন্টা, জুন ২০, ২০১৫
এসকে/এমএমএস