ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে আক্রমনাত্মক হচ্ছে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ২০, ২০১৫
দ্বিতীয় ওয়ানডেতে আক্রমনাত্মক হচ্ছে ভারত ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জনু) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে সফরকারী ভারত। এই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর তাইতো দ্বিতীয় ওয়ানডেতে আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চায় ভারতীয়রা।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। রোহিত বলেন, ‘কালকের ম্যাচে আমরা আক্রমনাত্মক ক্রিকেট খেলবো। আশা করি, সামনের দুটি ম্যাচ জিতে সিরিজ জিততে পারবো। সে সুযোগ আমাদের সামনে রয়েছে। ’

প্রথম ওয়ানডেতে হারের প্রসঙ্গে রোহিত বলেন, তিন’শর উপরে রান তাড়া করে জিততে হলে পার্টনারশিপ গড়তে হয়। কিন্তু প্রথম উইকেট পতনের পর খেলার মাঝামাঝি সময়ে আমাদের ব্যাটসম্যানরা পার্টনারশিপ গড়তে পারেনি। বাংলাদেশ কিন্তু ওপেনিং জুটির পরও মাঝামাঝি সময়ে ৭০-৮০ রানের জুটি গড়েছে। শুধু ওয়ানডে ক্রিকেট নয়, সব ফরম্যাটেই পার্টনারশিপ কিন্তু গুরুত্বপূর্ন। ’

বাংলাদেশ স্পিন নির্ভর দল হয়েও প্রথম ম্যাচে চার পেসার খেলিয়েছে এবং সফল হয়েছে। চার পেসার খেলানো ভারতীয়দের অবাক করেছে কি না-এমন প্রশ্নের জবাবে এই ভারতীয় ওপেনার বলেন, ‘মোটেও না। বাংলাদেশ বিশ্বকাপে তিন পেসার খেলিয়েছে। তাদের এখন ভালো পেসার আছে। গত ম্যাচে তারা একজন বাড়তি পেসার খেলিয়েছে। এটা আমাদের অবাক করেনি। ’

দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দলে কোনো পরিবর্তন আসছে কি না-এমন প্রশ্নের জবাবে ভারতীয় এই ব্যাটসম্যান বলেন, ‘পরিবর্তন আসবে কি না সেটা আমার জানার বিষয় নয়। কোচ, ক্যাপ্টেনের জানার কথা। টিম ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নেবে। ’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইকেট প্রসঙ্গে রোহিত যোগ করেন, উইকেট দেখে মনে হলো প্রথম ওয়ানডের মতোই।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।