ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় মহিলা ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জাতীয় মহিলা ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন রাজশাহী

ঢাকা: জাতীয় মহিলা ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ভার্সনের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। শনিবার (২০ জুন) ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগকে ১১ রানে হারিয়ে শিরোপা জেতে পান্না ঘোষের দল।


 
টসে জিতে আগে ব্যাট করা রাজশাহী লতা মন্ডলের ৪৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৫ রান তোলে। জবাবে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানে রংপুর। ১৮.৫ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় সাথিরা জাকিরের দল।

সর্বাচ্চ  ২৩ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। লতা মন্ডল তিনটি ও তাহিন তাহেরা দুটি উইকেট নেন।  

ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন লতা মন্ডল। আট ম্যাচ খেলে ব্যাট হাতে ২০৫ রান ও বল হাতে সাত উইকেট নেন রাজশাহীর এই ক্রিকেটার। এছাড়া সাত ম্যাচে ২০৬ রান করে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হয়েছে আয়েশা রহমান। আট ম্যাচে ১২ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন রংপুরের অধিনায়ক সাথিরা জাকির।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।