ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার সিরিজ জয়ের মিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এবার সিরিজ জয়ের মিশন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম ওয়ানডের আগে কাগজে-কলমে ভারতকে ফেভারিট মানতে হয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে। সেই ফেভারিটদেরই ৭৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

তবে ভারতকে বড় ব্যবধানে হারিয়েও আকাশে উড়ছে না স্বাগতিকরা।
 
দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় ওয়ানডের আগে নিজেদের ফেভারিট না বলে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২০ জুন) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, আমরা এখনও বলছি না যে ভারতের বিপক্ষে আমরা ফেভারিট। তবে, আমরা দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে ছেলেদের। আর আত্মবিশ্বাসী এই দলটির উন্নতির অনেক জায়গা রয়েছে।

সেই জায়গাগুলো শিষ্যরা ঠিকঠাক ধরে নিতে পারলেই প্রথমবারের মতো ভারতকে সিরিজ হারানোর ‘মওকা’ বাংলাদেশের সামনে। কাগজ-কলমের হিস‍াবকে তালাবন্দি করলে বাংলাদেশ দলের বর্তমান স্পিরিট ও হোম ভেন্যুর সুবিধা বিবেচনায় এগিয়ে কিন্তু বাংলাদেশই! 
 
কোচের প্রত্যাশিত স্পিরিট কালকের ম্যাচে দেখা গেলে, ব্যাটে-বলে আরেকবার তামিম-সৌম্য-সাকিব-সাব্বির-মুস্তাফিজরা দ্যূতি ছড়ালে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে তৃপ্তিকর সিরিজ জয়টি আসতে পারে রোববার।  

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবে রোববার (২১ জুন) বিকেল ৩টায়।
 
এর আগেও দ্বি-পক্ষীয় ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় টাইগাররা। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ।
 
ওয়ানডেতে ৩০ বারের মোকাবেলায় ভারতকে হারানো গেছে মাত্র চারবার। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দুই, বাংলাদেশের সাত। র‌্যাঙ্কিংয়ে আট নম্বর অবস্থানে থেকে ভারতের বিপক্ষে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানোয় একধাপ উন্নতি হয়েছে স্বাগতিক দলের।
 
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ/রনি তালুকদার/মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা/স্টুয়ার্ট বিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসকে/এমএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।