ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচটি আর কয়েক ঘণ্টা পরই মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে ভারত ও বাংলাদেশের পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিস, বাজার, চায়ের দোকান- সবখানেই রীতিমতো আলোচনার সাইক্লোন বইছে।
এ ম্যাচে বাংলাদেশি দর্শক ও টাইগারদের একটাই চাওয়া, জয়। আর আবারও নাস্তানাবুদের আশঙ্কায় অস্থির টিম ইন্ডিয়ার ‘কুল ক্যাপ্টেন’ মাহেন্দ্র সিং ধোনি।
দুই দলের এ বিপরীত চিত্রের বিষয়ে লিখতে গিয়ে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের শিরোনাম, ‘পদ্মাপারে আজ সম্মান বাঁচানোর যুদ্ধে যেন অচেনা টিম ইন্ডিয়া। ’
লেখার শুরুতেই পত্রিকাটি বলছে, ‘প্রায় পাগলের মতো ছুটোছুটি করছেন মহেন্দ্র সিংহ ধোনি। দেশজ ক্রিকেট তাঁকে শীতলতম চরিত্র বলে জানে, বোঝে। প্রতিক্রিয়াশীল কোনও ব্যাপারকে খুব পাত্তা দেন না। দিলেও বাড়তি টগবগে দেখানোটা ধাতে নেই। রিল্যাক্সড, অনাবেগী প্রতিমূর্তির তিনি চলমান বিজ্ঞাপন বরাবর।
অথচ সেই একই লোক কাঠফাটা রোদে টিমের ফুটবল সেশনে ধবল কুলকার্নিকে বডি ফেইন্টে ফেলে দিচ্ছেন। ভুবনেশ্বরকে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছেন। নেটে ঢুকছেন দু’বার। দীর্ঘক্ষণ থ্রো ডাউন নিচ্ছেন। স্পিনারকে টেনে টেনে মারছেন। টিম ডিরেক্টর ও দুই জাতীয় নির্বাচকের সঙ্গে নেট চলাকালীন ঢুকে যাচ্ছেন আলোচনায়। এত রগড়ানি, এমন অ্যাড্রিনালিন ক্ষরণের কারণ কী ক্যাপ্টেন কুলের? ‘প্রতিশোধে’র পূর্বাভাস?’
অন্যদিকে বাংলাদেশ শিবিরে বইছে ফুরফুরে মেজাজ। আত্মবিশ্বাসে টগবগে টাইগারদের নিয়ে এরপরই আনন্দবাজার বলছে, ‘গান চালিয়ে দেওয়া হয়েছে বেশ জোরে। তেতে থাকা বালির উপর পাওয়ার ট্রেনিং করে চলেছেন দু’জন। ভারতের কেউ নন, বাংলাদেশের। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ইয়ার্কি-ঠাট্টা, হাসি সবই চলছে। ’
এমন আত্মবিশ্বাসী বাংলাদেশ যে এ ম্যাচেও ভারতকে হারাতে পারে তা ফুটে উঠল টিম ইন্ডিয়া একাদশের অন্যতম সদস্য রোহিত শর্মার কথায়ও।
আনন্দবাজারে রোহিত শর্মার বরাত দিয়ে বলা হয়েছে, ‘রোহিত শর্মা মেনে নিচ্ছেন, সম্ভব। মাশরাফি মর্তুজার টিমের পক্ষে ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খুবই সম্ভব। ’
এরপরই আশঙ্কার কথা জানিয়ে পত্রিকাটি লিখেছে, ‘গিলতে কষ্ট হলেও সত্যি যে, রবিবাসরীয় মীরপুর যুদ্ধ ভারতের হেরে যাওয়া মানে, সিরিজকে পদ্মায় ভাসিয়ে দেশে ফিরে আসা। বৃষ্টি টেস্ট জয় আটকে দিয়েছে। ওয়ান ডে সিরিজে গণ্ডগোল কিছু হয়ে গেলে সমালোচনার দাঁতনখ প্রখরভাবে কিন্তু বেরোতে শুরু করবে। এমনিতেই সময় বিশেষ ভাল যাচ্ছে না। শর্ট বলের আলাদা অনুশীলন এ দিন করল ভারত। কিন্তু সেটা করতে গিয়ে আবার কাঁধে চোট পেলেন বিরাট কোহলি। কিছুক্ষণ আইসপ্যাক দিয়ে বসে থাকার পর আবার নামতে দেখা গেল বিরাটকে। রাত পর্যন্ত যা খবর, তাঁর নামা নিয়ে তেমন সন্দেহ নেই। কিন্তু মীরপুর উইকেটের বর্ণিত চরিত্র সত্যি হলে, তার থেকে কতটা ফায়দা তোলা যাবে, সন্দেহ আছে। ’
হ্যাঁ, সন্দেহ আছে টিম ইন্ডিয়ার। তাই শঙ্কা ফুটে উঠেছে দেশটির পত্রপত্রিকায়। আর এদিকে টাইগাররা টগবগে আত্মবিশ্বাস নিয়ে নামছে মিরপুরে দ্বিতীয় ওয়ান-ডে তে। তাদের একটাই লক্ষ্য জয়। দলের প্রত্যেকেই জানে নিজ নিজ দায়িত্ব। এজন্য প্রস্তুত সৌম্য, মোস্তাফিজরা। গত ম্যাচের নায়ক মোস্তাফিজ। এ ম্যাচে ব্যাটবলে ঝড় তুলবে টাইগারদের পুরো টিম, না বিশেষ কেউ নায়ক হয়ে উঠবে, সেটাই দেখতে অধীর হয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা গোটা বাংলাদেশের।
অপেক্ষায় আছে ১২০ কোটি ভারতীয়ও। তবে তাদের অপেক্ষার মধ্যে উৎকণ্ঠার মেঘ।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএম
** এবার সিরিজ জয়ের মিশন