ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি নেই, টস হবে আড়াইটায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
বৃষ্টি নেই, টস হবে আড়াইটায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর কিছু পরেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে কিছু আগে গুড়িগুড়ি বৃষ্টি হলেও এখন কোনো বৃষ্টি নেই।

মাঠ থেকে কাভারও তুলে ফেলা হয়েছে। মাঠে কিছু সময় বাংলাদেশ দল হালকা অনুশীলন করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৭৯ রানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। ১-০তে এগিয়ে থাকা টাইগাররা ৠাংকিংয়ে আট নম্বর অবস্থানে থেকে সিরিজ শুরু করে। তবে, প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে হারানোয় সাত নম্বরে চলে এসেছে মাশরাফি বাহিনী।

ওয়ানডেতে ৩০ বারের মোকাবেলায় ভারতকে হারানো গেছে মাত্র চারবার। এর আগেও দ্বি-পক্ষীয় ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। তবে, বদলে যাওয়া টাইগারদের এবারের প্রসঙ্গটি ভিন্ন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ/রনি তালুকদার/মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা/স্টুয়ার্ট বিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।