মিরপুর থেকে: এখনো দর্শকে কানায় কানায় পূর্ন হয়নি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। তারপরও উপস্থিত দর্শকের আওয়াজেই স্তব্ধ হোম অব ক্রিকেট! টস জিতে ভারতীয়রা ব্যাটিংয়ে নামতেই গ্যালারি থেকে ভেসে আসে ভারতীয়দের জন্য দুয়োধ্বনি ভুয়া-ভুয়া।
মুস্তাফিজের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে শূন্য হাতে রোহিত শর্মা ফিরে যেতেই দুয়োধ্বনি’র আওয়াজ বাড়তে থাকে মিরপুরে। ওয়ানডাউনে নামা বিরাট কোহলিকেও দর্শকরা স্বাগত জানিয়েছে দুয়োধ্বনি দিয়ে।
অন্যদিকে, মাশরাফি-সাকিবদের দারুণ উৎসাহ জুগিয়ে যাচ্ছেন দর্শকরা। বোলিং কিংবা ফিল্ডিংয়ে ভালো করলেই স্লোগান উঠছে ‘বাংলাদেশ-বাংলাদেশ’। গ্যালারির দর্শক ও বাংলাদেশের ১১ টাইগার মিলে দারুণ চাপে রেখেছে ভারতকে।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে রোববার (২১ জুন) খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজ জয় পেলে সেটি হবে বাংলাদেশের ১৯তম সিরিজ জয় আর ভারতের বিপক্ষে প্রথম।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসকে/আরএম