ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে কিপিং ছাড়লেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
অবশেষে কিপিং ছাড়লেন মুশফিক ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অবশেষে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের হাতে গ্লাভস ছেড়ে দিতে হলো মুশফিকুর রহিমকে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরু থেকেই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস।

মিড অফ ও কাভারে ফিল্ডিং করছেন মুশফিক।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ডান হাতের আঙ্গুলের ইনজুরির চোট কাটিয়ে কিপিংয়ে ফিরেছিলেন মুশফিক। ওই ম্যাচে পাঁচটি ক্যাচ তালুবন্দি করলেও প্রথম দিকে তিনি সহজ দুটি ক্যাচ হাতছাড়া করেন। এছাড়া ব্যাটিংয়েও তেমন রান করতে পারেন নি। তাই মুশফিকের ওপর চাপ কমাতে লিটনকে কিপিংয়ের দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে কিপিং করেন লিটন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে মোহাম্মদ শহীদের বলে আজহার আলীর দেওয়া একটি ক্যাচ তালুবন্দী করতে গিয়ে ডানহাতের আঙ্গুলের (অনামিকায়) চোট পেয়েছিলেন মুশফিক।   সেই থেকে  ব্যাট হাতেও সফল হতে পারছেন না এই ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।