ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিধ্বংসী মুস্তাফিজের বিস্ময়কর বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
বিধ্বংসী মুস্তাফিজের বিস্ময়কর বিশ্বরেকর্ড ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতীয় ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়ে বিস্ময়কর বিশ্বরেকর্ডের ঈর্ষণীয় আসনে বসে গেলেন টাইগার মুস্তাফিজুর রহমান।

অভিষেক ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও পাঁচ উইকেট তুলে নিয়ে অসম্ভব কীর্তি গড়েছেন এ তরুণ তুর্কি।

মুস্তাফিজুরের আগে কেবল এ রেকর্ড ছিল জিম্বাবুইয়ান বোলার ব্রায়ান ভিটোরির। তিনিও নিজের প্রথম দু’ম্যাচে পাঁচ উইকেট করে শিকার করেছিলেন।

মুস্তাফিজুরের বোলিং তাণ্ডবে দিশেহারা হয়ে ১৯৬ রানে ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ভুগছে ভারত।

রোববারের (২১ জুন) ম্যাচে মুস্তাফিজুরের শিকার এখন পর্যন্ত রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, এ আর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ম্যাচে এ টাইগার শিকার করেছিলেন রোহিত, আজিঙ্কা রাহানে, রায়না, রবিন্দ্র জাদেজা ও অশ্বিনকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।