ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকায় শ্রীনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকায় শ্রীনি! এন শ্রীনিবাসন

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে না থেকেও বিসিসিআই’র প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বহুল আলোচিত ব্যক্তি এন শ্রীনিবাসন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে বিসিসিআই’র বর্তমান প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়ার পরিবর্তে শ্রীনিকে দেখা যাবে।



আইসিসি এক বিবৃতি জানায়, আইসিসির বোর্ড মিটিংয়ে আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন বিসিসিআই’র প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ২৪-২৬ জুন এটি অনুষ্ঠিত হবে।

তবে, ঠিক কি কারণে আইসিসির বোর্ড মিটিংয়ে ডালমিয়া উপস্থিত থাকতে পারবেন না সে বিষয়ে কিছু জানা যায়নি।

সোমবার (২২ জুন) থেকে আইসিসির বার্ষিক সম্মেলন শুরু হবে। উক্ত সম্মেলনে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশসহ সহযোগী দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন। এর দু’দিন পর আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বিসিসিআই’র সেক্রেটারি আনুরাগ ঠাকুর রোববার থেকে শুরু হতে যাওয়া আইসিসির প্রধান নির্বাহী কমিটির মিটিংয়ে অংশ নেবেন।

আইসিসি সম্মেলেনের সিডিউল
জুন ২২: আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্যের মিটিং।
জুন ২২-২৩: আইসিসির প্রধান নির্বাহী কমিটির মিটিং।
জুন ২৪: আইসিসির এইচআর ও রেমুনারেশন, নির্বাহী কমিটি, বার্ষিক কনফারেন্স, গভর্নেন্স কমিটির মিটিং।
জুন ২৫: অর্থ ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির মিটিং।
জুন ২৪-২৬: আইসিসি, আইডিআই ও আইবিসি বোর্ড মিটিং।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।