ঢাকা: ‘Morning shows the day’-ইংরেজি এ প্রবাদটা বাংলাদেশ দলের বিস্ময় বালক পেসার মুস্তাফিজুর রহমানের জন্য শতভাগ প্রযোজ্য! ভারতের বিপক্ষে তিনম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারেই রোহিত শর্মাকে আউট করে জানান দিয়েছিলেন দিনটা আজকে তারই!
এ ম্যাচে বাংলাদেশ দলের মুস্তাফিজ একাই নিয়েছেন ৬ উইকেট। একে একে ফেরত পাঠিয়েছেন রোহিত, রায়না, ধোনি, জাদেজা, প্যাটেল এবং অশ্বিনকে।
সদ্য অভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের সেরা পেস বোলারদের একজন হয়ে গেলেন মুস্তাফিজ। ওডিআইতে এক ম্যাচে ৬ উইকেট নিয়ে এবার মাশরাফি-রুবেলদের বহরে যুক্ত হলো সাতক্ষীরার তরুণ মুস্তাফিজুর রহমান।
অভিষেকে ৫ উইকেট এবং পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে রীতিমত ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে।
ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের, কিন্তু সেই লাইনআপকে দুমড়ে-মুষড়ে দিয়ে একেবারে মাটিতে লুটিয়ে দিয়েছে। তার বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়েছে ধোনি-রোহিতদের মতো টপ র্যাংকিংয়ে থাকা ব্যাটসম্যানরা।
গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে চমক দেখিয়ে তার আগমনী বার্তা জানান দিয়েছিল।
আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন।
দেশের হয়ে গড়েছেন অনন্য কৃতিত্ব। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রথম ম্যাচে যদি আর এ উইকেট বেশি নিতে পারতেন তাহলে অভিষিক্ত হওয়া বোলারদের মধ্যে সেরা হিসেবেই থাকতেন মুস্তাফিজ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে টাইগার দলপতি মুস্তাফিজের হাতে বল তুলে দিয়ে যে দায়িত্ব দিয়েছিলেন তা ম্যাচের শেষ বপর্যন্ত শতভাগ পালন করে গেছেন তিনি।
বাংলাদেশের হয়ে পেসার হিসেবে একদিনে আন্তর্জাতিক ম্যাচে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব মাশরাফি-রুবেল রয়েছে। এবার এই বহরে যুক্ত হলো তরুণ বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। এ বিস্ময় বালক বাংলাদেশ দলের হয়ে আরো চমক দেখাবেন এমন প্রত্যাশা কোটি টাইগার ভক্তদের।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএইচ
** সবার ওপরে বিস্ময়বালক মুস্তাফিজ