মিরপুর থেকে: গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমকে সরিয়ে অধিনায়ক করা হয় মাশরাফি বিন মর্তুজাকে। এর পর থেকেই ধারাবাহিক সাফল্যের এক দল হয়ে ওঠে বাংলাদেশ।
এখানেই শেষ নয়। ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়েই নয়; ক্রিকেটাররা বদলে গেছেন শারিরীক ভাষাতেও। কীভাবে এমন বদল ঘটলো ক্রিকেটারদের মধ্যে। কি মন্ত্র দিয়েছেন মাশরাফি? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক এক করে চার সাংবাদিকের কাছ থেকে মাশরাফির কাছে ছুটে এল এমন প্রশ্ন। প্রথমে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত খোলাসা করেই বলেন টাইগার অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘এর পেছনে কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) অনেক অবদান আছে। আমরা বিশ্বকাপের আগে অনেক আলোচনা করেছি। বাংলাদেশের মাটিতে যেমন ২৪০-২৫০ রান করলে ফাইটিং স্কোর হয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ায় ২৭০-২৮০’র নিচে রান করলে চ্যালেঞ্জিং স্কোর হয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আক্রমনাত্নক ক্রিকেট খেলার। এভাবেই আসলে পরিবর্তটা এসেছে। ’
মাশরাফি আরও যোগ করেন, ‘দলের কেউ এখন আর ভয় পায় না। কোন সময় কিভাবে খেলতে হবে তা সবাই বুঝতে পেরেছে। আত্নবিশ্বাস জন্মেছে ছেলেদের মাঝে। এভাবেই বদলটা এসেছে। ’
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসকে