ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

যে কারণে ধোনির কাছে ‘আলাদা’ মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
যে কারণে ধোনির কাছে ‘আলাদা’ মুস্তাফিজ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ভারতের ক্রিকেটারদের মুখ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রশংসা বাক্য বের করে আনা খুবই কঠিন কাজ। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কিছু বলুন, এমন প্রশ্ন করলেও উত্তরে সহজে বের হয় না প্রশংসাসুলভ বাক্য।



তবে এবার ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখ থেকে বাংলাদেশের একজনকে নিয়ে বেরিয়ে এল প্রসংশা। তিনি মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ (৫+৬) উইকেট নিয়ে যিনি উঠে গেছেন রেকর্ডের পাতায়।

শুধু প্রশংসাই নয়। কেন মুস্তাফিজের বল খেলা খুব কঠিন তার কারণও ব্যাখ্যা করেছেন ধোনি। ভারতীয় এই অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজের স্লোয়ার খেলা খুবই কঠিন। বিশ্বের অন্যান্য বোলাররা যখন স্লোয়ার দেয় তখন বল অনেক স্লো হয়ে আসে। কিন্তু ওর (মুস্তাফিজ) স্লোয়ার বেশ গতিতে আসে। এমনকি কিপারের হাত পর্যন্তও বল পৌঁছে যায়। ফলে স্লোয়ারে কিপারের হাতে ক্যাচ আউটের সম্ভাবনা থাকে। ’

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।