মিরপুর: হাতের কাছে শ্যাম্পেন থাকলে হয়তো ‘শ্যাম্পেন উৎসব’-ই হয়তো। শ্যাম্পেন নাই বা থাকুক, পানি তো আছে।
বাংলাদেশ ভাবছে না তাও নয়। কিন্তু বাংলাওয়াশ করার কথা আগাম ভাবতে গিয়ে বাড়তি চাপ নিতে নারাজ তারা। সে কথাটাও পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। ‘আমরা কোন বাড়তি চাপ নিতে চাই না। তবে হ্যাঁ, আমরা জানি আমাদের পারফরম্যান্সে উন্নতি করার আরো জায়গা আছে। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। তবে আমরা চাই পরের ম্যাচটা জিতে জয়ের ধারা ধরে রাখতে। ’ পরোক্ষভাবে বাংলাওয়াশের কথাই এলো ঘুরে ফিরে। ভারতকে বাংলাওয়াশ করা হোক বা নাই হোক, যেটা হলো সেটাও বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় অর্জন। এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হলো। র্যাংকিয়ে সপ্তম স্থানটা ধরে রেখে লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্রও পেয়ে গেলো বাংলাদেশ। এবং সেটা তারা পেলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে। ভারতের বিপক্ষে এরআগে কখনো টানা দুটো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেদিক থেকে বাংলাদেশ ক্রিকেটে অন্যরকম এক সাফল্য এটা। তবে পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজ জয়টাকে একটু অন্যভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ‘ বলতে পারেন এবারের সিরিজ জয়টা একটু অন্যরকম। অনেক কারণেই সেটা। তবে ভাললাগার বিষয় হচ্ছে দল ধারাবাহিকভাবে ভাল খেলছে। ’ ম্যাচ শেষে বললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
ভারতের বিপক্ষে এর আগেও বেশ কয়েকটা সিরিজ খেলেছেন মাশরাফি। কিন্তু এবারের ভারতকে যেভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে বাংলাদেশ, তার একটাই কারণ খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ‘ আমরা ভাল ক্রিকেট খেলছি। ’ এবং সেই ভাল খেলার পেছনে কোচ চান্দিকা হাতুরুসিংহের বড় একটা ভুমিকা দেখছে মাশরাফি। ‘ কোচ অনেক ইনপুট দিয়েছেন। ’ স্বীকারোক্তি মাশরাফির।
আর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মানছেন বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলছে। গত বছর দুয়েক ধরে বাংলাদেশ দল ধারাবাহিকভাবেই ভাল ক্রিকেট খেলছে। এই সিরিজেও তার প্রমান রেখেছে তারা। বাংলাদেশ দলের এই ভাল ক্রিকেটকে খুব ছোট করে দুটো শব্দে বর্ণনা করলেন বাংলাদেশ অধিনায়ক। ‘ফিয়ারলেস ক্রিকেট’। হ্যাঁ, ভয়ডরহীন ক্রিকেট-ই বাংলাদেশ খেলছে। ভারতীয়দের চোখে চোখ রেখে লড়ছে তারা। এবং সেই লড়াইয়ে জয়ী দলটার নামও বাংলাদেশ।
মাাশরাফির নেতৃত্বে গত কয়েকটা সিরিজে বাংলাদেশ দল যে ক্রিকেট খেলছে তাকে ফিয়ারলেস ক্রিকেট বলুন আর অন্য যাই বলুন, একটা কথা ক্রিকেট বিশ^কে বলতেই হবে; পাল্টে গেছে বাংলাদেশ ক্রিকেটের ডিএনএ! ল্যাবরেটরি পরীক্ষায় যার রেজাল্টে একটা শব্দ-ই হয়তো বেরিয়ে আসবে; উইন, উইন এন্ড উইন! বিশ^কাপে মেলবোর্নে বির্তকিত সেই ভারতের কাছে হারের পর থেকে টানা পাঁচটা ওয়ানডে জিতলো বাংলাদেশ। এবং কাদের হারিয়ে?
পাকিস্তান এবং ভারত। পাকিস্তানকে ৩-০ তে হারনোর পর ভারতের বিপক্ষে সিরিজে এখন ২-০তে এগিয়ে মাশরাফির বাংলাদেশ। এই দলটার ডিএনএ টেস্টে উইন ছাড়া অন্য আর কি-ই বা খুঁজে পাবেন!
ভারতের বিপক্ষে দুটো ম্যাচই বৃষ্টি ভেজা। কিন্তু বৃষ্টির সৌজন্যে জয়; সে কথা কাউকে বলার সুযোগ দেয়নি বাংলাদেশ। দুটো জয়ই বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সে সিক্ত।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
** বাংলাদেশ দশে দশ