ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ছোটদের নিয়ে মাশরাফির ‘বড়’ স্বপ্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ছোটদের নিয়ে মাশরাফির ‘বড়’ স্বপ্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পার করেছেন মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়।

২০১৪ সালে ওয়ানডে অধিনায়ক হয়ে নতুন করে প্রত্যাবর্তন করার পর থেকেই ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। তার নেতৃত্বে দেশের মাটিতে টানা তিনটি সিরিজ ও ১০টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

মাশরাফি সবসময়ই বিশ্বাস করেন, ম্যাচ জেতায় বোলাররা। নিজে পেসার বলেই পেস ডিপার্টমেন্ট নিয়ে নিজের স্বপ্নের কথা জানান টাইগার অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজদের আরো দশ বছর বাংলাদেশ দলের হয়ে খেলে যাওয়ার সক্ষমতা আছে। ওরা যদি পরিশ্রম দিয়ে সেটা চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট সামনে আরো ভালো জায়গায় পৌঁছাবে। ’

তিনি আরও যোগ করেন, ‘দলের পেস আক্রমণ এখন শক্তিশালী। তবে আরও ভালো করতে হবে। এর জন্য পরিশ্রমের বিকল্প নেই। ওদের সামনে অনেক সময় পড়ে আছে। সব সময় ফিট থাকতে হবে। নিজেদের যত্ন নিজেদেরই নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।