ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পার করেছেন মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়।
মাশরাফি সবসময়ই বিশ্বাস করেন, ম্যাচ জেতায় বোলাররা। নিজে পেসার বলেই পেস ডিপার্টমেন্ট নিয়ে নিজের স্বপ্নের কথা জানান টাইগার অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজদের আরো দশ বছর বাংলাদেশ দলের হয়ে খেলে যাওয়ার সক্ষমতা আছে। ওরা যদি পরিশ্রম দিয়ে সেটা চালিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট সামনে আরো ভালো জায়গায় পৌঁছাবে। ’
তিনি আরও যোগ করেন, ‘দলের পেস আক্রমণ এখন শক্তিশালী। তবে আরও ভালো করতে হবে। এর জন্য পরিশ্রমের বিকল্প নেই। ওদের সামনে অনেক সময় পড়ে আছে। সব সময় ফিট থাকতে হবে। নিজেদের যত্ন নিজেদেরই নিতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসকে/আরএম