ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আর ‘বাচ্চা’ নয়: গাভাস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আর ‘বাচ্চা’ নয়: গাভাস্কার সুনীল গাভাস্কার / ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আর ‘বাচ্চা’ নয়, এমনটিই মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। এ সময় ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা ‍জানান তিনি।



স্কাইপেতে ভারতীয় টেলিভিশন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন গাভাস্কার।

লন্ডনে অবস্থানরত গাভাস্কার বলেন, বিশ্ব ক্রিকেটে এক সময় বাংলাদেশকে ‘বাচ্চা’ বলে উপহাস করা হলেও, এখন আর তারা ‘বাচ্চা’ নেই। ওডিআইয়ে বাংলাদেশ এখন একটি শক্তি।

ভারতের বিপক্ষে ১৮ ও ২১ জুনের দুই ওডিআইয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ম্যাচ দু’টিতে ভারতের চেয়ে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। দু’টি ম্যাচে জয়ের ব্যবধান তারই প্রমাণ।

ব্যাটিং বিপর্যয়েই ভারতের বিপর্যয়ের কারণ বলে উল্লেখ করেন ভারতীয় এ ক্রিকেট লিজেন্ড।  

জয়টি বাংলাদেশের সমর্থকদের জন্য অনেক কিছু বহন করে, কারণ তারা বহুদিন ধরে এ দলটিকে সমর্থন দিয়ে আসছে বলেন গাভাস্কার।

এর আগে ১৮ জুন প্রথম ওডিআই জয়ের পর এক প্রতিক্রিয়ায় গাভাস্কার বলেন, বাংলাদেশের জয়ে আমি চমকিত নই। গত কয়েক বছর ধরে সীমিত ওভার ক্রিকেটে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৪
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।