ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বেসবল স্টেডিয়ামে অলস্টার টি-২০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বেসবল স্টেডিয়ামে অলস্টার টি-২০ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের তিনটি বিখ্যাত বেসবল স্টেডিয়ামে অলস্টার টি-২০ আসরে খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এ স্টেডিয়াম গুলোতে প্রদর্শনী ম্যাচ আয়োজন করার কথা রয়েছে।



ওয়ার্ন জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিত এ ম্যাচগুলো সিকাগোর উগ্রিলি ফিল্ড, নিউইয়র্কের ইয়ানকি স্টেডিয়াম ও লস অ্যাঞ্জেলসের ডডগার স্টেডিয়ামে আয়োজন করা হবে।

এর আগে ক্রিকেট বিশ্বের কিংবদন্তি শেন ওয়ার্ন ও শচীন টেন্ডুলকার পুরো বিশ্বব্যাপী অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলার ব্যাপারে জানিয়েছিলেন। তারা আরো জানিয়েছিলেন, যুক্তরাষ্টের পর কানাডা, সিঙ্গাপুর, হংকং ও সংযুক্ত আরব আমিরাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।