ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির পাশে টাইগার বোলিং কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ধোনির পাশে টাইগার বোলিং কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের কাছে সিরিজ (২-০) হারের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ক্যারিয়ারে অনেক খারাপ সময় তিনি পার করলেও হয়তো এবারের মতো বিপদে আর কখনোই পড়তে হয়নি তাকে।

 

রোববার (২১ জুন) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে কঠিন সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় অধিনায়ককে। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের বাণেও জর্জরিত হতে হয়েছে ধোনিকে।

অধিনায়কত্ব নিয়ে যখন চারদিকে নানা প্রশ্ন, তখন ধোনির পাশে দাঁড়ালেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক।

সাবেক এই জিম্বাবুইয়ান অধিনায়ক বলেন, ‘ধোনি একজন গ্রেট অধিনায়ক। তার হয়তো খারাপ সময় যাচ্ছে। তাই বলে তার অধিনায়কত্ব নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়। সে (ধোনি) ভারতীয় দলকে অনেক কিছু দিয়েছে। বিশ্বকাপ জিতিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।