ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অতিমাত্রায় ‘স্লেজিং’ করবে না অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
অতিমাত্রায় ‘স্লেজিং’ করবে না অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী মাসেই শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এ টেস্ট সিরিজটি প্রথম থেকেই জমজমাট লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে।

সেই সঙ্গে ক্রিকেটারদের মধ্যে দেখা যায় মৌখিক যুদ্ধও (স্লেজিং)।

সিরিজ খেলতে অজি দল ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে পৌঁ‍ছে প্রথম সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক জানান, খেলায় নেতিবাচক প্রভাব ফেলবে এমন মাত্রাতিরিক্ত স্লেজিং তারা করবে না।

সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। যেখানে দু’দলের মাঝে জমজমাট লড়াই হলেও মাঠে কোন রকমের স্লেজিংয়ের ঘটনা ঘটেনি। দু’দলই তাদের শক্তিমত্তা খেলার মাধ্যমে প্রকাশ করে।

অস্ট্রেলিয়ার মাটিতে গত অ্যাশেজে ইংলিশরা ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। সেবার ব্রিসবেন টেস্টে জেমস অ্যান্ডারসন ব্যাটিং করার সময় ক্লার্ক স্লেজিং করেছিলেন। যা নিয়ে পরে অনেক বিতর্কের সৃষ্টি করেছিল।

তবে এবার সিরিজের আগে ক্লার্ক বললেন, ‘এ সিরিজটি দারুণ উৎসাহের সঙ্গে শেষ হবে বলে আমি আশাবাদী। আমি জানি প্রতিটি সিরিজ শুরুর আগে আমি এমনটি বলি। তবে এবার অবশ্যই কোন কিছু অতি মাত্রায় হবে না। ’

আগামী ০৮ জুলাই কার্ডিফে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।