ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুকে বলের আঘাত পেয়ে হাসপাতালে ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
বুকে বলের আঘাত পেয়ে হাসপাতালে ফিঞ্চ

ঢাকা: ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের দ্বিতীয় বিভাগের হয়ে খেলতে গিয়ে বলের আঘাত সরাসরি বুকে লাগলে হাসপাতালে নেয়া হয় অ্যারন ফিঞ্চকে। সোমবার (২২ জুন) বারমিংহামে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ক্রিস রাসেলের বল পুল শট করতে গেলে এ আঘাত পান অস্ট্রেলিয়ার সিমীত ওভারের এ ওপেনার।



আঘাত পাওয়ার পর ফিঞ্চ পিচ থেকে বের হয়ে যান। তবে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে তার ইনজুরি কেমন তা বোঝার জন্য এক্স-রে করা হয়। ইয়র্কশায়ার অবশ্য জানিয়েছে ফিঞ্চের অবস্থা শিথিল রয়েছে। আর হাসপাতালেও তার থাকার প্রয়োজন নেই।

সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা কালীন হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন ফিঞ্চ। তবে সম্প্রতি ইয়র্কশায়ারের হয়ে তিনি যোগ দিলেও মাঝে দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।