ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির রেকর্ডগুলোকে সম্মান জানানো দরকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
ধোনির রেকর্ডগুলোকে সম্মান জানানো দরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি। দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমান টিম ইন্ডিয়ার অধিনায়কের পাশে দাঁড়ালেন।



গাঙ্গুলি জানান, ধোনির অধিনায়কত্বের রেকর্ড বিস্ময়কর। তার রেকর্ডগুলোকে সকলের সম্মান জানানো দরকার।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে ধোনি বলেছিলেন, আপনাদের যদি মনে হয় আমার জন্যই ভারতীয় ক্রিকেট ডুবছে, আমাকে সরিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে, তা হলে আমাকে সরিয়ে দিন।

বাংলাদেশের বিপক্ষে কাগজে-কলমে ফেভারিট হলেও খেলার মাঠে ফেভারিট টাইগারদের কাছে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হেরে যায় ধোনি বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ৬ উইকেটে হেরে সিরিজ খুঁইয়ে ফেলে ধোনির নেতৃত্বে থাকা ভারত। প্রশ্ন উঠে ‘ক্যাপ্টেন কুল’র অধিনায়কত্ব নিয়েও।

ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি বলেন, ধোনি সংবাদ সম্মেলনে যা বলেছে তা ঠিক বলেনি। হতাশা থেকে মেজাজ হারিয়ে সে ওভাবে বলেছে। ধোনির ওয়ানডেতে দারুণ সব রেকর্ড রয়েছে, যেমনটি রয়েছে তার অধিনায়কত্বে। সকলের উচিৎ তার রেকর্ডগুলোকে সম্মান দেখানো।

বিসিসিআইয়ের কাছে ধোনিকে পদত্যাগ না করানোর জন্য পরামর্শ দেন গাঙ্গুলি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলবে কি না, এমন প্রশ্নের উত্তরে গাঙ্গুলি বলেন, এটা সময়ের উপর নির্ভর করছে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামি। তারা একটা চলতি সিরিজের শেষ পর্যায়ে রয়েছে। সিরিজ শেষ হলে এসব নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যাবে।

তিনি আরও জানান, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, অফিস কর্তারা রয়েছেন, তারা ভেবে চিন্তে ধোনির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।