ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়ায় সবার ওপরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এশিয়ায় সবার ওপরে পাকিস্তান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জিতে ১-০তে এগিয়ে পাকিস্তান। সেই সঙ্গে এশিয়ার দল হিসেবে সাদা পোশাকে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়লো মিসবাহ বাহিনী।



পাকিস্তান নিজেদের ৩৯০ টেস্টে এখন পর্যন্ত ১২৩টি ম্যাচ জিতে এশিয়ায় সবার ওপরে আছে। শীর্ষে উঠতে পাকিস্তান পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। ভারত এখন পর্যন্ত ৪৮৮ টেস্ট খেলে ১২২টি ম্যাচে জয় লাভ করেছে।

এদিকে নিজেদের ২৩৬ টেস্টে ৭১টি জিতেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আর বাংলাদেশ ৯১টি টেস্ট খেলে জিতেছে সাতটি।

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার। অজিরা ৭৭৩ ম্যাচে ৩৬২টি টেস্ট জিতেছে। তবে ৩৩৯টি ম্যাচ জেতা ইংল্যান্ডের ম্যাচ সংখ্যা সবচেয়ে বেশি (৯৫২)।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।