ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

২১শতকের সেরা টেস্ট ক্রিকেটার শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
২১শতকের সেরা টেস্ট ক্রিকেটার শচীন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ২১শতকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক অনলাইন জরিপে সমর্থকদের ভোটে শীর্ষস্থানটি লাভ করেন ব্যাটিং জিনিয়াস শচীন।



ক্রিকেট ‍অস্ট্রেলিয়ার এ ওয়েবসাইটে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সেরা ১০০ ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে। যারা সবাই সমর্থকদের ভোটে জিতেছেন। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান ব্যাটিং লিজেন্ড কুমার সাঙ্গাকারা। আর তৃতীয় স্থানটিতে আছেন অজি উইকেটকিপার ও ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।

ওয়েবসাইটের এই জরিপটিতে ১৬ হাজার সমর্থক ভোট দেন। যেখানে ২৩ শতাংশ ভোট পেয়ে সেরা হয়েছেন লিটল মাস্টার শচীন। ১৪ শতাংশ ভোট পেয়েছেন সাঙ্গাকারা। আর তৃতীয় হওয়া গিলক্রিস্ট পেয়েছেন ১৩ শতাংশ ভোট।

সেরা দশের মধ্যে রয়েছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন ও ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।