ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘যে বনে বাঘ নাই সে বনে বিড়ালই বাঘ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
‘যে বনে বাঘ নাই সে বনে বিড়ালই বাঘ’ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দ্বিতীয় ওয়ানডেতে ভারতের টপঅর্ডারের দুটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের বিপাকে ফেলেন টাইগারদের অন্যতম অলরাউন্ডার নাসির হোসেন। সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নাসির হোসেনের বোলিং নিয়ে বলেছিলেন, নাসির হোসেন বাংলাদেশের সেরা অফ স্পিনারদের একজন।

আমি তাকে পার্ট-টাইম বোলার মনে করি না। ’

সিরিজের তৃতীয় ওয়ানডের আগে মঙ্গলবার (২৩ জুন) সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন। মাশরাফির করা ওই মন্তব্যের কথা  নাসির জেনে একটু অবাকই হন। হাসতে হাসতে বলেন,  ‘যে বনে বাঘ নাই সে বনে বিড়ালই বাঘ। কারণ আমাদের দলে আর কোনো অফ স্পিনার নেই। ’

মাশরাফি নাসিরকে পার্ট  টাইম স্পিনার মনে না করলেও নাসির নিজেকে সেভাবে দেখছেন না, ‘আমি মূলত ব্যাটসম্যান অলরাউন্ডার। দলের যখন প্রয়োজন হয় তখন ভালো বোলিং করার চেষ্টা করি। ’

২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে দলে জায়গা হয়নি নাসিরের। প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান তিনি। এরপর থেকে নিয়মিতই দলে আছেন এই অলরাউন্ডার।

সাম্প্রতিক ফর্মের পেছনে বাদ পড়ার জেদ কাজ করে কি না-এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, অনেক সময় নেগেটিভ কিছু থেকে পজিটিভ কিছু বের হয়ে আসে। এখন মনে হচ্ছে, বাদ পড়ার বিষয়টা আমাকে বেশি সিরিয়াস করে তুলেছে। ’

সাম্প্রতিক সময়ে বল হাতে জ্বলে উঠলেও ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না মি: ফিনিশার খ্যাত নাসির হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গত পাকিস্তান সিরিজে এক ম্যাচে ব্যাটিং করেছিলাম। ভারত সিরিজে ব্যাটিংই পেলাম না। নামার আগেই দল জিতে যাচ্ছে (হাসি)। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।