ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে জুবায়েরকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে জুবায়েরকে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে টাইগারদের মূল দলে দেখা যেতে পারে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মঙ্গলবার (২৩ জুন) জুবায়েরের স্কোয়াডে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।



ভারতের বিপক্ষে টাইগারদের চার পেসার নিয়ে প্রথম ম্যাচে নামতে দেখে অনেকের চোখ কপালে উঠেছিল। সেই চার পেসার নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। দুটি ম্যাচ জিতেই ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে চার পেসারের সঙ্গে স্পিনার হিসেবে বল করেন সাকিব আল হাসান আর নাসির হোসেন। তবে, তৃতীয় ম্যাচে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দেখা যেতে পারে জুবায়েরকে।

ম্যাচের আগের দিন (মঙ্গলবার, ২৩ জুন) টাইগারদের বোলিং কোচদের সঙ্গে বেশ কিছু সময় অনুশীলন করতে দেখা যায় জুবায়েরকে। তৃতীয় ম্যাচের জন্য নির্ধারিত উইকেটের পাশের উইকেটে তিনি বোলিং অনুশীলন করেন।

১৯ বছর বয়সী জুবায়ের ৪ টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন। আর দুই ওয়ানডেতে নেমে ৪ উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।