ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ রিয়াদের উদযাপনের মুহ‍ূর্তটি বাংলাদেশ-ভারত সিরিজে স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। অথচ ইনজুরির কারণে সেই মাহমুদউল্লাহর খেলাই হলো না ভারত সিরিজে।


 
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ৬ দিন আগে (৪ জুন) ছিটকে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফিল্ডিং অনুশীলনের সময় বলের আঘাতে বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান মাহমুদউল্লাহ।
 
ভারত সিরিজে খেলা না হলেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরছেন মাহমুদউল্লাহ। বাঁ হাতের ব্যবহার ছাড়া সবই করতে পারছেন এই অলরাউন্ডার। মঙ্গলবার (২৩ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেশ কিছুক্ষণ রানিং করছেন তিনি।
 
বিসিবি সূত্রে জানা গেছে, আগামি ২৫ জুন মাহমুদউল্লাহর হাতে চেক এক্সরে করানো হবে। এর পর হাত ও আঙ্গুলে জোর ফিরিয়ে আনতে পূর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থেকে পুরোপুরি ফিট হতে হবে তাকে। তবে মাহমুদউল্লাহর আঙ্গুলের ব্যথা এখনও পুরোপুরি কমেনি। ব্যথা কমতে আরো চার-পাঁচ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।
 
ওই সূত্রটি আরো জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যেন মাহমুদউল্লাহ খেলতে পারেন-এমন টার্গেট রেখে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাই।
 
উল্লেখ্য, আগামী ৩০ জুন দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৩ জুলাই ফতু্ল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন২৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।