ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাওয়াশ’ না ভারতের সম্মান রক্ষা?

স্পোর্টস করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
‘বাংলাওয়াশ’ না ভারতের সম্মান রক্ষা? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেট দুনিয়ায় এখন বড় প্রশ্ন, টাইগাদের হুংকার থেকে কি বের হতে পারবে ভারত? মহেন্দ্র সিং ধোনির দল কি পারবে ঘরের মাঠের বাঘদের মোকাবেলা করে তিন ম্যাচের সিরিজে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফিরতে? এসব প্রশ্নের উত্তর মিলবে বুধবার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।



এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় (২-০) করে তৃপ্তির ঢেঁকুর গিলছে না স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ২-০ তে সিরিজ হারলে দল তৃতীয় ম্যাচ জয়ের জন্য যেভাবে মরিয়া হয়ে খেলতো, সে মনোভাব নিয়েই তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। টিম ম্যানেজম্যান্ট এমন বার্তা দিয়ে রেখেছে দলের সবাইকে।

অন্যদিকে ভারতীয় দলের মাঝে হতাশা থাকলেও তৃতীয় ম্যাচে ঘুঁরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে স্বীকারও করেছেন কালকে বাংলাদেশের বিপক্ষে কঠিন এক লড়াই হবে মাঠে।

গত দেড় দশকে ভারতীয়রা হোয়াইটওয়াশ হয়েছে কেবলমাত্র চারবার। এবার আরেকটি হোয়াইটওয়াশের সামনে তারা। ৠাংকিংয়ে আট থেকে সদ্য সাতে উঠা বাংলাদেশের কাছে সিরিজ হার হবে ভারতীয়দের জন্য সবচেয়ে বড় লজ্জার।

সফরকারীদের জন্য বাড়তি আতঙ্ক জাগানিয়া তথ্য হলো- এই ধোনির নেতৃত্বেই প্রায় এক দশকে তিনবার হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে ভারত । প্রথমটা ২০১১ সালের ইংল্যান্ড সফরে। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া । এরপর দক্ষিণ আফ্রিকায় ২০১৩ সালে। সেটা ছিল ২-০ ব্যবধানের হার। সর্বশেষ ২০১৪ সালের শুরুতে, নিউজিল্যান্ড সফরে। পাঁচ ম্যাচের ওই সিরিজে ৪-০ ব্যবধানে চূর্ণ হয়েছিল ভারতীয় শিবির।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচে দলে তিনটি পরিবর্তন আনে ভারত। শেষ ম্যাচে আসতে পারে একটি পরিবর্তন। আম্বাতি রাউডুর জায়গায় একাদশে ঠাঁই পেতে পারেন স্টুয়ার্ট বিনি।

অন্যদিকে বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। ‘চার পেসার তত্ত্ব’ কে বিশ্রাম দিয়ে তিন পেসার নিয়ে নামতে পারে মাশরাফি বাহিনী। সেক্ষেত্রে যোগ হতে পারেন একজন স্পেশালিস্ট স্পিনার। মঙ্গলবার আচমকাই বাংলাদেশ স্কোয়াডে যোগ হয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

বুধাবারের ম্যাচে তার খেলার সম্ভাবনাই বেশি। ম্যাচের আগের দিন (২৩ জুন) বিকেলে স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলনও করতে দেখা গেছে জুবায়ের হোসেনকে। তবে নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে জুবায়ের শেষ পর্যন্ত একাদশে থাকবেন, কি থাকবেন না।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন/জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাউডু/ স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক),  রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভূবনেশ্বর কুমার,  আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।