ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের কাছে ভারত-পাকিস্তান এখন কেনিয়া-জিম্বাবুয়ে!

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
টাইগারদের কাছে ভারত-পাকিস্তান এখন কেনিয়া-জিম্বাবুয়ে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনবদ্য বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব ক্রিকেট পরাশক্তি ভারতের সঙ্গে সিরিজ জয় করে ফেলেছে। অপ্রত্যাশিতভাবে পরপর দুই ম্যাচ হেরে কিছুটা হলেও ব্যাকফুটে ভারত!

তবে তারা নাকি এখন ক্রিকেট দুনিয়ার উঠতি শক্তি বাংলাদেশের কাছে এক সময়কার কেনিয়া-জিম্বাবুয়েতে পরিণত হয়েছে! এমনই গুঞ্জন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে!

এর আগে সোমবার (২২ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভায় কেউ কেউ জোকস (মজা) করে বলেন, শুনেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি বলেছেন ‘মুস্তাফিজকে দিলে তিস্তা নদীর পানি দেবেন’।

এ সময় প্রধানমন্ত্রী হাসতে হাসতে উত্তর দেন- তিস্তার পানি না দিলে আমরা নদী ড্রেজিং (খনন) করে পানি ধরে রাখবো। তিস্তার পানিও নেবো, মুস্তাফিজকেও দেবো না! এ কথাগুলো ছড়ায় ফেসবুক থেকে। পরে তা বিভিন্ন মহলে রসিকতা হিসেবে প্রকাশ পায়।

আর এক রাত বাকী ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে (বুধবার, ২৪ জুন খেলা)। এবার তাই সামাজিক যোগাযোগে লেখালেখি হচ্ছে, তৃতীয় ম্যাচ খেলার আগ্রহ কম ভারতের!

কলামিস্ট ও গবেষক আমিনুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, কেনিয়ার কথা মনে আছে! মরিস ওদুম্বে, টিকোলো, টমাস ওদোয়ওদের কথা মনে আছে! এক সময় আমরা এদের ভয় পেতাম। কখন এরা আউট হবে সেই চিন্তায় অস্থির থাকতাম! সময়ের পরিবর্তন হলো। আমরা কেনিয়ার পরে জিম্বাবুয়েকে ভয় পেতাম! হিথ স্ট্রিক, এন্ডি ফ্লাওয়াররা কখন আউট হবে এর জন্য অপেক্ষায় থাকতাম। এক সময় দেখা যেত ওরা আউট না হয়েই ম্যাচ জিতে গেছে! আমরা মন খারাপ করে পরের ম্যাচের অপেক্ষায় থাকতাম। পরের ম্যাচেও হেরে যেত! এর পর অপেক্ষায় থাকতাম পুরো বছর জুড়ে, কবে আবার দেখা হবে, যদি জিতে যাই তখন! দিন পাল্টেছে! এখন আর জিম্বাবুয়ের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয় না। এখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করি ভারত-পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিদের সঙ্গে! হেসে খেলে জিতেও যাই!

ফারাবি নামে বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিখেছেন, শেষ ম্যাচেও দাপট থাকবে টাইগারদের। এটি আগেই অনুমেয়। তাই ভারতও নিশ্চয় একথা বুঝে ফেলেছে টানা দুই ম্যাচ হেরে!

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের আটে থাকতে পারলে ২০১৭’র চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ পেয়ে যাবে টিম বাংলাদেশ। টানা দশ জয় ঘরের মাটিতে। ১৮টি দ্বিপাক্ষিক সিরিজ জয়- তাও আবার এক ম্যাচ হাতে রেখে, টানা জয়ের রথ ধরে রাখা, ভারতের মতো দলকে বিশ্বকাপে সুযোগ পেয়েও না হারাতে পারার জ্বালা, বিশ্বসেরাদের বাংলাওয়াশের স্বাদ দেওয়ার পথ তৈরি। কত-কতই না ফিগার নিয়ে রোববার (২১ জুন) মিরপুরে ৬ উইকেটের জয় পেলো বাংলাদেশ।

ভারত আর কতই বা চাপে ছিল এর চেয়ে কয়েকগুণ চাপে কি ছিল না টাইগাররা। তবে সব কিছু ছাপিয়ে, দৃঢ় মোকাবিলা করে জয়রথ বজায় রেখেছে টাইগাররা এটা তো গর্বের। আর তাই তো সাবেকদের মতে এখন বাংলাদেশকে আর ছোট করে দেখার দল বলা যাবে না। করতে হবে সমীহ। দেখাতে হবে সম্মান।

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ এক বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি উঠে আসে। এরপর শুধুই দাপট, যার সব শেষ পাকিস্তানকে বাংলাওয়াশ। এরপর চলমান ভারত সিরিজে পরপর ২টি ওডিআই জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।