ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের কাছে ৫৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।

এর আগে দু’দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় ড্র হয়।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ১৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেধে দেয় স্বাগতিক ইংল্যান্ড।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬ রানের মাথায় মার্টিন গাপটিলের উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ রান যোগ করে চাপ সামাল দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। ম্যাককালাম ৩৫ রান করে আউট হলেও রস টেলরের সঙ্গে ৪১ রানের পার্টনারশিপ গড়েন উইলিয়ামসন।

ইনিংসের ১৪.৫ ওভারের সময় দলীয় ১৩১ রানে উইলিয়ামসনের (৫৭) রান আউটের মধ্য দিয়ে ব্ল্যাক ক্যাপসদের জয়ের সম্ভাবনাটা ভেস্তে যায়। পরে চার রান যোগ হতেই বাকি তিন উইকেটের পতন ঘটে। ২২ বল বাকি থাকতেই ১৩৫ রানে অলআউট হয় সফরকারীরা। এর আগে টেইলর ১৭, কলিন মুনরো ১, লুক রঞ্চি ৫ ও মিচেল সান্টনার ৯ রান করে বিদায় নিলে কিউইদের ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়ে।

ইংলিশদের হয়ে ডেভিড উইলি ও মার্ক উড তিনটি করে উইকেট লাভ করেন। এছাড়াও বেন স্টোকস দু’টি ও আদিল রশীদ একটি উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জো রুটের (৪৬ বলে ৬৮) অর্ধশতকে ভর করে ‍সাত উইকেটে ১৯১ রান দাড় করায় ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ২৩ ও অ্যালেক্স হেলস ২৭ রান করেন। শেষদিকে স্যাম বিলিংস ১১ বলে ২১ ও ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন স্টোকস।

কিউইদের হয়ে সান্টনার ও মিচেল ম্যাকক্লেনাগান দু’টি করে উইকেট লাভ করেন। টিম সাউদি ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।