ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুধীরের নিরাপত্তা জোরদার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
সুধীরের নিরাপত্তা জোরদার ছবি: সংগৃহীত

মিরপুর থেকে: ভারতীয় সমর্থক সুধীর গৌতমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিরপুরে তৃতীয় ওয়ানডে শুরুর আগেই সুধীরের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

ভারতীয় এই সমর্থকের নিরাপত্তায় মোতায়ন করা হয়েছে ছয় জন পুলিশ সদস্য।

গ্র্যান্ডস্ট্যান্ডে ভারতীয় ড্রেসিং রুমের কাছে বসা সুধীরের পাশে রয়েছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডে শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার পর ভারতীয় সমর্থক সুধীর গৌতমের ওপর হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম।
 
ভারতীয় এই সমর্থককে বাংলাদেশি সমর্থকরা ‘মওকা মওকা’ বলে টিপ্পনি কেটেছেন। কিন্তু তার ওপর হামলা বা লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (২৩ জুন) সুধীর নিজেই সংবাদ মাধ্যমকে জানান তাকে লাঞ্চিত করা হয় নি। তবে বাংলাদেশের দর্শকরা তাকে টিপ্পনি কেটেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২৪ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।