ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই সতর্ক ভারতের ওপেনাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
শুরুতেই সতর্ক ভারতের ওপেনাররা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া সফরকারীরা টাইগার বোলারদের সামলে খেলার চেষ্টা করে যাচ্ছে। মাশরাফি আর মুস্তাফিজের করা প্রথম ৫ ওভার থেকে ভারতের দুই ওপেনার ২৬ রান সংগ্রহ করেছে।



রোহিত ১৮ রানে আর ধাওয়ান ৬ রানে ব্যাট করছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো এ ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সফরকারী ভারতের বিপক্ষে বাংলাদেশের টাইগাররা ‘বাংলওয়াশ’ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামে।

টাইগারদের বোলিং সূচনা করতে আসেন ক্রিকেট বিশ্বের বোলিং চমক মুস্তাফিজুর রহমান। আর ভারতের ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব নিয়ে ব্যাট হাতে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।

এক ম্যাচ হাতে রেখেই টাইগাররা সিরিজ নিশ্চিত করেছে। কাগজে-কলমে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে আর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। বদলে যাওয়া টাইগারদের এবারের লক্ষ্য টিম ইন্ডিয়াকে ‘বাংলাওয়াশ’ উপহার দেওয়া।

তবে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় (২-০) করে তৃপ্তির ঢেঁকুর গিলছে না স্বাগতিকরা। ২-০ তে সিরিজ হারলে দল তৃতীয় ম্যাচ জয়ের জন্য যেভাবে মরিয়া হয়ে খেলতো, সে মনোভাব নিয়েই তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক),  রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৪ জুন ২০১৫
এমআর

** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** বাংলাওয়াশের লক্ষ্যে ফিল্ডিং নিয়েছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।