ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের ব্যাটিংয়ে দলীয় শতক পেরুলো ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ধাওয়ানের ব্যাটিংয়ে দলীয় শতক পেরুলো ভারত

মিরপুর থেকে:  শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিরর ওপর ভর করে ভারত দলীয় শতক পেরুলো। এর আগে ৩৯ রানের মাথায় ভারতের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মুস্তাফিজ।

রোহিতকে ফিরিয়ে দিয়ে সিরিজে নিজের ১২তম উইকেটের আনন্দে ভাসেন তিনি। এরপর টিম ইন্ডিয়ার ব্যাটিং রাইনআপ আরও সতর্ক হয়ে ব্যাট করতে থাকে।

১৮ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১১রান।

ধাওয়ান ৫৩ রান আর বিরাট কোহলি ২৪ রানে ব্যাট করছেন।

তৃতীয় ও শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া সফরকারীদের ব্যাটিং লাইনআপে যথারীতি আঘাত হানেন মুস্তাফিজ। মুস্তাফিজের করা দলীয় সপ্তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। প্রথম দুই ওয়ানডেতেও মুস্তাফিজের বোলিং তোপে রোহিত আউট হয়েছিলেন। আউট হওয়ার আগে রোহিত ২৯ বলে দুই চার আর এক ছয়ে ২৯ রান করেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো এ ম্যাচে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সফরকারী ভারতের বিপক্ষে বাংলাদেশের টাইগাররা ‘বাংলওয়াশ’ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামে।

টাইগারদের বোলিং সূচনা করতে আসেন ক্রিকেট বিশ্বের বোলিং চমক মুস্তাফিজুর রহমান। আর ভারতের ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব নিয়ে ব্যাট হাতে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।

এক ম্যাচ হাতে রেখেই টাইগাররা সিরিজ নিশ্চিত করেছে। কাগজে-কলমে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে আর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। বদলে যাওয়া টাইগারদের এবারের লক্ষ্য টিম ইন্ডিয়াকে ‘বাংলাওয়াশ’ উপহার দেওয়া।

তবে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় (২-০) করে তৃপ্তির ঢেঁকুর গিলছে না স্বাগতিকরা। ২-০ তে সিরিজ হারলে দল তৃতীয় ম্যাচ জয়ের জন্য যেভাবে মরিয়া হয়ে খেলতো, সে মনোভাব নিয়েই তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক),  রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, আকসার প্যাটেল, ধাওয়াল কুলকার্নি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৪ জুন ২০১৫
এমআর

** রোহিতকে হারিয়ে আরও সতর্ক ভারত
** রোহিতকে হ্যাটট্রিক উপহার দিল মুস্তাফিজ
** শুরুতেই সতর্ক ভারতের ওপেনাররা
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** বাংলাওয়াশের লক্ষ্যে ফিল্ডিং নিয়েছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।