ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নাসির দ্য ক্যাচার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
নাসির দ্য ক্যাচার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উড়লো বল, তার ওপর ঝাঁপিয়ে তালুবন্দি। একি বনের হিংস্র বাঘ, নাকি আধুনিক সুপারম্যান! এতো অলরাউন্ডার নাসির হোসেন।



ব্যাট-বলের দ্যুতিময় পারফরমেন্সে ভারতের বিপক্ষে নিজেকে আরেকবার নতুন করে চেনালেন তিনি।

ক্রিকেট শক্তি ভারতের সঙ্গে প্রথম ম্যাচে (১৮ জুন) শেষ দিকে করলেন ঝড়ো ৩৪ রান। এতে করে ৩শ’ ছাড়ালো বাংলাদেশের স্কোর। এছাড়া খুব কৃপণ বল করে গেলেন পরবর্তীতে। রান দিলেন মাত্র ৩১।

এছাড়া ফিল্ডিংয়ে অজিঙ্কা রাহানের ক্যাচটি যেভাবে লাফিয়ে ধরেছিলেন, এতে কিছু সময়ের জন্য দর্শকরা মাঠে ‘নাসির’ দেখেছেন নাকি ‘সুপারম্যান’ দেখেছেন তা বুঝতে চোখ কচলাতে হয়েছে!

ঠিক একই কায়দায় দ্বিতীয় ওয়ানডেতেও (২১ জুন) শিখর ধাওয়ানকে ফেরালেন নাসির। মিড উইকেটে দাঁড়িয়ে দারুণভাবে ক্যাচটি ধরলেন যেন হাতের মুয়া! এতো কনফিডেন্ট! এর উত্তর হয় তো হতে পারে ‘দ্য ক্যাচার নাসির’ বলে!

এছাড়া ওই ম্যাচে ওয়ানডেতে পুরো দশ ওভার বোলিং করে মাত্র ৩২ রান খরচায় গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন তিনি। যা বেশ চমকপ্রদ হলেও যোগ্যতার প্রমাণ রেখেছেন নাসির।

এতে অনেকেই সাকিবের সঙ্গে নাসিরের মিল খুঁজে পাচ্ছেন বটে। সাকিবের শুরুর দিকের বোলিং নৈপূণ্যের সঙ্গে বর্তমানে নাসিরের মিল দেখছেন অনেকে।

বিভিন্ন ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, যে দলে নাসিরের মতো এতো হার্ড ক্রিকেটার আছে সে দল কতটা ব্যালেন্স তারই প্রমাণ এটি। এছাড়া ভারতীয় মিডিয়া নাসিরকে মাঠের বাঘ, শিয়াল বলেও অবিহিত করছে। এছাড়া নানামাত্রিক প্রশংসা তো রয়েছেই।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ভারতের সংগ্রহ কম থাকায় ব্যাটিংয়ের সুযোগ পাননি নাসির। নাসির নামার আগেই সেদিন খেলা শেষ হয়ে যায়। তাতে কী ঝড়ো ব্যাটসম্যান নাসির তো নাসিরই!

বুধবার (২৪ জুন) তৃতীয় ম্যাচে ৭৫ রান করা শিখর ধাওয়ানের আরও একটি দুর্দান্ত ক্যাচ লুফে নেন নাসির হোসেন। এটিও ওই একই প্রশংসার দাবিদার।

এ সব বিষয়ে তৃতীয় ওয়ানডের আগে নাসির বলেন, আমি বলতে পারছি না, আমি সেরা হতে পারবো কী পারবো না। তবে পথ অনেক দূর। আমি চেষ্টা করি দল আমার কাছে যখন যেটা চায় সেটা করার। আমার কোনো লক্ষ্য নেই। আমার অলরাউন্ডার হতে হবে এমন কিছুও নেই। আমাকে যদি বোলিং দেওয়া হয়, আমি চেষ্টা করি ভালো কিছু করার। ব্যাটিংয়ে যখন সুযোগ পাই চেষ্টা করি সেটা দিয়ে কিছু করার। এমনটা ফিল্ডিংয়ের সময়ও।

আবেগ নিয়ে নাসির বলেন, এর আগে দল থেকে বাদ পড়েছিলাম, আমি জানি বাদ পড়ার কী কষ্ট!

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আইএ

** শিকারের নেতৃত্বে ফের বাঘা মুস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।