ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আড়ালেই থেকে গেলেন রনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আড়ালেই থেকে গেলেন রনি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে চলতি সিরিজে ব্যাটিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন আনেনি টাইগার শিবির। দল ধারাবাহিক জয় পাওয়ায় পরিবর্তনের প্রয়োজনও সেভাবে পড়েনি।

প্রথম ওয়ানডেতে একাদশে থাকা সব ব্যাটসম্যানই দলের প্রয়োজনে অবদান রেখেছেন। আর তাতে ভারত সিরিজেও খেলা হলো না অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি ব্যাটসম্যান রনি তালকুদারের।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করায় গেল এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্যে ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত ডাক পান রনি। ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেন এই ব্যাটসম্যান। তবে মূল সিরিজের তিন ম্যাচের একটিতেও জায়গা হয়নি রনির। ওই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (৩-০) করে বাংলাদেশ।

একাদশে ঠাঁই না হলেও জাতীয় দলের স্কোয়াডে থেকে নিয়মিত অনুশীলন করছেন রনি।   সাকিব-তামিম-মুশফিকের সঙ্গে থেকে অভিজ্ঞতার সঞ্চার অন্তত হচ্ছে তার। এভাবে সাত্ত্বনা নিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে চোখ রাখতে পারেন রনি!

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৪ বছর বয়সি রনি তালুকদার। ২টি সেঞ্চুরিসহ ৫১.০ গড়ে ৭১৪ রান করেন এই ওপেনার। এছাড়া জাতীয় ক্রিকেট লিগেও তিনটি সেঞ্চুরিসহ ৭০.৬৩ গড়ে ৭৭৭ রান করেছিলেন নারায়ণগঞ্জের ছেলে রনি তালুকদার।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।