ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দর্শকদের গর্জনে মিরপুরে উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
দর্শকদের গর্জনে মিরপুরে উৎসব ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারত বধের আরও একটি কাব্য রচনার সাক্ষী হতে মিরপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। শুধু যে বধ, তা নয়।

আর একটি বাংলাওয়াশের পথে ছুটে চলার স্বপ্ন বুকে।

পরপর দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করেছে সেই কবেই। এবার সম্ভাবনা ভারতকে বাংলাওয়াশের। এটি সরাসরি দেখতে মানুষের ঢল স্টেডিয়ামে।

বুধবার (২৪ জুন) সেই দুপুর থেকেই দর্শকদের ‘সাবাস’ গর্জনে মাঠের টাইগাররা সিক্ত। মাঠে বসে দর্শকদের এ গর্জন ও উৎসাহ আরও এগিয়ে রাখছে টাইগারদের।

চার... ছয়... আর হই-হুল্লোড় শুরু। এই তো মিরপুরের বর্তমান অবস্থা!

অনেকের মুখে বাঘের মাস্ক বাঁধা। দর্শদের গালে-কপালে মায়াবী তুলির আঁচড়ে আঁকছেন লাল-সবুজ পতাকা। গ্যালারিতে বসে মাশরাফি বাহিনীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য নানা সাজে সেজেছেন দর্শকরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশেও এমন দৃশ্যই দেখা যাচ্ছে। যারা টিকেট পেয়েছেন তারা তো ভেতরে আর যারা পাননি তারা করছেন বাইরে উৎসব। দেখছেন এক হয়ে টেলিভিশনে খেলা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।