ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজই ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট নিয়ে নতুন উচ্চতায় উঠেছেন মুস্তাফিজুর রহমান। আগের রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেকসের দখলে।

২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রতিটিতেই ৪ করে উইকেট নিয়ে ১২ উইকেট দখল করেছিলেন ক্যারিবিয়ান এই পেসার।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার পর সুরেশ রায়নার উইকেট নিয়ে  ড্রেকসকে (১২ উইকেট) ছাড়িয়ে যান মুস্তাফিজ।

একদিনের আন্তর্জাতিকে তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট শিকার করে রায়ান হ্যারিসের রেকর্ড স্পর্শ করেছেন এমন খবর প্রকাশিত হলেও সেটি ছিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। যার মধ্যে তিন ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার রায়ান হ্যারিস।

একই সঙ্গে এ দিন আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেও সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের দখলে। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১১ উইকেট নেওয়া বোলার রয়েছেন চারজন। তারা হলেন রায়ান হ্যারিস, রাস্ট্রি থেরন, ইমরান তাহির ও ব্রায়ান ভিটোরি।

মুস্তাফিজ এ দিন রোহিত শর্মাকে ফিরিয়ে রেকর্ডটি (১২ উইকেট) করে ফেলেন। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে রেকর্ডকে আরো মজবুত করেন মুস্তাফিজ।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৫ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।