মিরপুর থেকে: ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের (২-১) নায়ক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে অনন্য এক উচ্চতায় আসীন হয়েছেন ১৯ বছর বয়সী এই টাইগার বোলার।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, মুস্তাফিজ বাংলাদেশ দলের হয়ে দাপট নিয়ে অনেক দিন খেলে যাবেন। আগামী ১০/১৫ বছর বাংলাদেশ দলের হয়ে খেলে যাওয়ার ক্ষমতা রয়েছে মুস্তাফিজের। দিনে দিনে যত অভিজ্ঞ হবে ততই নতুন নতুন বিষয় শিখবে। ও যদি নিজেকে যত্ন করে তাহলে সেটা সম্ভব।
ভারতের কয়েকটি মিডিয়ায় প্রচার হয়েছে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রুমে গিয়ে মুস্তাফিজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলানোর জন্য অনুরোধ করেছেন মাশরাফি। এমন খবরকে অসত্য বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, আমি কারো রুমে যাইনি। নিজের ফ্যামিলির কাছেই যাওয়ার সময় পাই না...। মুস্তাফিজ যেভাবে বোলিং করেছে তাতে ওকে এমনিতেই নেওয়া হবে। এই সিরিজের পরে ও যে কোনো জায়গায় খেলার যোগ্যতা রাখে।
মাশরাফি আরো যোগ করেন, মুস্তাফিজের মধ্যে আলাদা করে একটি ব্যাপার আছে। সেটা হলো ও নিজেকে যত্ন করে। আমি জিমে গিয়ে দেখতাম ও নিজে নিজে কাজ করে। ওর জন্য যা দরকার তা করে। এটা খুব ভালো একটা দিক। যা ওকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসকে/এমজেড/