ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেখার অনেক সুযোগ আছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
শেখার অনেক সুযোগ আছে ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচ জিতে দারুণ এক মোমেন্টাম তৈরি করেছিল টাইগার শিবির। তৃতীয় ম্যাচে জয় নিয়ে মাঠে ছাড়বে বাংলাদেশ এমনই ছিল সবার প্রত্যাশা।

সেই সঙ্গে ‘বাংলাওয়াশ’ উদযাপনের প্রস্তুতিও সেরে রেখেছিল টাইগার সমর্থকরা।

তৃতীয় ওয়ানডে হারের পরও ম্লান হয়নি ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের কীর্তি। তবে, কিছুটা হতাশা কাজ করছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মধ্যে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আমরা ম্যাচ থেকে অনেক দূরে ছিলাম না। অনেক ব্যাটসম্যানই সেট হয়ে আউট হয়েছেন। আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি সেটা টপ অব দ্য মার্ক ছিল না। আমরা ব্রেক থ্রু পাইনি বলেও এমন হতে পারে।

হারের মধ্যে শেখার অনেক উপাদান খুজে পেয়েছেন মাশরাফি। তিনি বলেন, আশা করি, আজকে যারা ভুল করেছে তারা এগুলো রিভিউ করবে এবং সামনের সিরিজে তা কাজে লাগাবে। এসব থেকেই শিখতে হয়। আমাদের শেখার অনেক সুযোগ আছে। আমাদের সঙ্গে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে এমন পার্টনারশিপ অনেক হবে। এ সব পরিস্থিতি মোকাবেলা করা শিখতে হবে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫     
এসকে/এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।