ঢাকা: বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে থাকা ভারত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর শেষ পর্যন্ত গড়াতে যাচ্ছে! তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি জন্য এ মাসেই হয়ত দল ঘোষণা করবে বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে দ্বিতীয় সারির একটি দল সফর করবে জিম্বাবুয়েতে।
সফরসূচিটি রয়েছে জুলাইয়ের ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত। এ ব্যাপারে এক কর্মকর্তা জানিয়েছেন, বার্বাডোজে আইসিসি’র বার্ষরিক সভায় দু’দেশের বোর্ড কর্মকর্তারা আলোচনা করেছে। তিনি বলেন, ‘তারা এখনও এ ব্যাপারে কথা বলছে। তবে সবকিছুই ঠিকঠাক রয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। ’
এ সিরিজের অনুষ্ঠিত হওয়ার সপ্তাহখানিক আগে বিসিসিআই তাদের চুক্তিকৃত টেলিভিশন টেন স্পোর্টসের সঙ্গে অখুশী ছিল। যার কারণে সিরিজটি এক বছর পেছাতে পারে বলে জানানো হয়েছিল। টেন স্পোর্টস বর্তমানে ১০টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ঘরের খেলার সঙ্গে চুক্তিবদ্ধ।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস