ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ হার, নেতিবাচক ভাবছেন না রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
সিরিজ হার, নেতিবাচক ভাবছেন না রায়না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ক্রিকেট পরাশক্তি ভারতকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আর প্রথমবারের মত টাইগারদের কাছে ওয়ানডে সিরিজ হেরে সমালোচনার শিকার হচ্ছে টিম ইন্ডিয়া।

তবে সফরকারী অভিজ্ঞ ব্যাটসম্যান রায়না মনে করেন একটি সিরিজ হারে দলের মূল্যায়ন করা যাবে না।

রায়না বলেন, ‘এ মৌসুমে এটি আমাদের শেষ ম্যাচ ছিল। আমরা জানিনা পরবর্তীতে আমরা আবার কবে খেলবো। আমরা ওয়ানডে ফরম্যাটে যথেষ্ট ভাল আর আমরা এখনও ৠাংকিংয়ের দুইয়ে আছি। এছাড়া একটি সিরিজে কোন দলের মূল্যায়ন করা যায় না। ’

২০১৫-১৫ মৌসুমে ভারত ২০টি একদিনের ম্যাচের মধ্যে ১৪টিতে জিতেছে। জয়ের ধারায় দলটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরেই রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে দলটির হারকে বিশেষজ্ঞরা টাইগারদের অর্জনটাকেই বেশি করে দেখছেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপই মূলত বাংলাদেশকে বদলে দিয়েছে। সেই সঙ্গে আসরের কোয়ার্টার ফাইনালে টাইগারদের বিতর্কিত ভাবে হারানো প্রতিশোধটা এ সিরিজে ভালোভাবেই নিয়েছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।