ঢাকা: ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে চার দিনের ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকাল থেকেই টিম হোটেল সোনারগাঁও ছাড়তে শুরু করেন সাকিব-তামিম-মুশফিকরা।
এ দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের (২-১) পর বৃহস্পতিবার সকালেই নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে রবিচন্দ্রন অশ্বিনসহ কয়েকজন ক্রিকেটার আগামিকাল বাংলাদেশ ছাড়বেন বলে জানিয়েছেন ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার বিশ্বরুপ দে।
১০ জুন টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় ভারতের বিপক্ষে সিরিজ। এর পর মিরপুরে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হয় ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ভারত সিরিজকে সামনে রেখে ২০ মে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল। প্রায় এক মাসের ব্যস্ত সময় পার করে আজ থেকে বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটারা। এর আগে পাকিস্তান সিরিজের পর সাত দিনের বিশ্রাম পেয়েছিলেন তারা।
চার দিনের ছুটি শেষে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন টাইগার ক্রিকেটাররা। দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু্ই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৩০ জুন ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসকে/এমএমএস