ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ছাড়লো টিম ইন্ডিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ঢাকা ছাড়লো টিম ইন্ডিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: শেষ ম্যাচে সাত্ত্বনার জয় নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা ছেড়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে ফ্লাইট না পাওয়ায় রবীচন্দ্রন অশ্বিন, কোচিং ডিরেক্টর রবি শাস্ত্রীসহ কয়েকজন আগামীকাল যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতীয় দলের প্রশাসনিক ম্যানেজার বিশ্বরুপ দে।



বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ফ্লাইটে ঢাকা ছাড়তে শুরু করেন ভারতীয় ক্রিকেটাররা। সকাল ১০টায় প্রথম ফ্লাইটে রওয়ানা হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সহ-অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও পেসার মোহিত শর্মা।

এর পর আরো দু’টি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের বাকি সদস্যরা।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ৮ জুন ঢাকায় আসে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

এর পর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে টিম ইন্ডিয়া। তবে গতকাল (২৪ জুন) বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে কিছুটা সম্মান সঙ্গী করে বাড়ি ফিরেছে তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।