ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি

ঢাকা: ভারত সিরিজ শেষ হতেই আরো একটি হোম সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আগামী ৩০ জুন ঢাকায় ‍পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সিরিজে টাইগারদের বিপক্ষে প্রোটিয়ারা দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে।

সিরিজ শুরুর আগে আগামী ৩ জুলাই ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ০৫ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এর পর ৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুই দল। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচগুলো শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ১০ জুলাই মিরপুরে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ১৫ জুলাই র জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

ওয়ানডে সিরিজ শেষে ২১-২৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকা দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০০৮ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হয় টাইগাররা।

উল্লেখ্য, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থান যথাক্রমে ১, ৪, ৬। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৯, ৭, ৯।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।