ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কুশালে বিধ্বস্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
কুশালে বিধ্বস্ত পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টে শ্রীলঙ্কান স্পিনার থারিন্ডু কুশালের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে ৭০ রান।

এর আগে গল টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় নিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় মিসবাহ-হাফিজরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় পাঁচ রানের মাথায় আহমেদ শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। কিন্তু, আজহারের (২৬) বিদায়ের পর সফরকারীদের হয়ে কেউই আর উইকেটে থিতু হতে পারেন নি।

মূলত, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন কুশাল। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ডানহাতি অফ স্পিনার পাঁচটি উইকেট দখল করেন।

পাকিস্তানের হয়ে শতশত টেস্টের শুরুটা ইউনিস খানের মোটেই ভালো হয়নি। ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাত্র ৬ রান করে আউট হন। অধিনায়ক মিসবাহ উল হক ব্যক্তিগত সাত রানে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন। সর্বোচ্চ ৪২ রান আসে ওপেনার হাফিজের ব্যাট থেকে। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৪২.৫ ওভারেই ১৩৮ রানে গুটিয়ে যায়।

কুশাল ছাড়াও তিন উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিতে বড় অবদান রাখেন পেসার ধাম্মিকা প্রসাদ। অন্যদিকে, নিজের অভিষেক টেস্ট ম্যাচেই একটি উইকেট নেন দুসমান্থা চামিরা।

পাকিস্তানকে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ৪৭ রানে জুনায়েদ খানের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন দিমুথ করুণারাত্নে (২৮)। এরপর লঙ্কানদের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি ওয়াহাব-জুলফিকাররা। কুশাল সিলভা ২১ ও কুমার সাঙ্গাকারা ১৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।