ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ে অভিনন্দন জানিয়ে কামালকে চিঠি ডালমিয়ার

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
সিরিজ জয়ে অভিনন্দন জানিয়ে কামালকে চিঠি ডালমিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছেন বিসিসিআই’র (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।

পাশাপাশি উপহার হিসেবে ম‍ুস্তফা কামালকে একটি পাঞ্জাবি ও তার স্ত্রীকে একটি শাড়ি  পাঠিয়েছেন তিনি।



এর আগে সদ্য সমাপ্ত আইপিএল’র অষ্টম আসরের ফাইনাল দেখতে যাওয়ার সময় জগমোহন ডালমিয়ার জন্য পাঞ্জাবি ও তার স্ত্রীর জন্য জামদানি শাড়ি নিয়ে যান মুস্তফা কামাল।

এ বিষয়ে মুস্তাফা কামালের ছোট মেয়ে নাফিসা কামাল বাংলানিউজকে বলেন, আইপিএল’র ফাইনাল দেখতে গেলে ওনার (জগমোহন ডালমিয়া) ছেলে আমাদের অভ্যর্থনা জানান। সে সময় আমরা জামদানি শাড়ি ও পাঞ্জাবি নিয়ে যাই।

বাংলাদেশ-ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে মুস্তফা কামালের হাতে এ উপহার পৌঁছে দেওয়া হয়। আর সিরিজ শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান জগমোহন ডালমিয়া।

তবে চিঠিতে ঠিক কি লিখেছেন তা জানাতে পারেন নি নাফিসা কামাল।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এমইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।